চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন মাগুরা সদর উপজেলার বারইখালি গ্রামের পাট ব্যবসায়ী চাঁদ আলী ফারাজী (৪৯)। গত ২৩ জানুয়ারি চাঁদ আলী জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বিষয়ক আলোচনার জন্য চাচাতো ভাই আবুল খায়ের ফারাজীর সাথে দেখা করতে বাগেরহাটের মংলায় উদ্দেশে রওনা দেন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ বিষয়ে প্রতিকার চেয়ে নিখোঁজ চাঁদ আলীর স্ত্রী ফাতেমা বেগম মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। পাশাপাশি প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন।
চাঁদ আলীর স্ত্রী ফাতেমা বেগম জানান, গ্রামের বাড়িতে জমি নিয়ে তার স্বামী চাঁদ আলীর সাথে স্বামীর চাচাতো ভাই আবুল খায়েরের দীর্ঘদিন বিরোধ চলছে। যা নিয়ে আদালতে মামলা চলছে। আবুল খায়ের বেশ কিছুদিন ধরে জমিজমার বিরোধ মেটানোর জন্য চাঁদ আলীর সাথে আলোচনা করে আসছিল। এ কারণে আবুল খায়ের চাঁদ আলীকে মংলায় তার সাথে দেখা করার জন্য যেতে বলেতো। আবুল খায়েরের সাথে দেখা করতেই চাঁদ আলী ২৩ জানুরি বাড়ি থেকে বের হয়। এছাড়া ওই দিন রাতে পরিবারের সদস্যদের সাথে কথা বলে সে এবং চাচাতো ভাই আবুল খায়েরের একটি মাছের খামারে আছেন বলে জানান। এ সময় চাঁদ আলী আরো জানিয়েছিলেন, চাচাতো ভাই আবুল খায়েরের সাথে জমি জমার বিরোধ নিস্পত্তি বিষয়ে কথা হয়েছে এবং সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু পরবর্তী দুই দিনে চাঁদ আলী বাড়ি না ফেরায় ২৭ জানুয়ারি ফাতেমা বেগম নিজে মংলায় নেভি ক্যাম্পে যান এবং আবুল খায়েরের সাথে দেখা করেন। এ সময় আবুল খায়ের ফাতেমা বেগমকে জানান যে, চাঁদ আলী সেখানে যাননি।
ফাতেমা বেগমের ধারনা চাঁদ আলীকে বিরোধ নিস্পত্তির কথা বলে হত্যা করা হয়ছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল