যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ শামিম হোসেন (৩০) নামে এক ভ্যান চালককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি'র সদস্যরা। রবিবার রাতে সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবি। আটক শামিম গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, স্বর্ণের চালান নিয়ে গাতিপাড়ার একটি বাগানে পাচারকারীরা অবস্থান করছে। এমন সংবাদে দৌলতপুর বিওপি’র টহল দল সেখানে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ এক ভ্যান চালককে আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি তেত্রিশ হাজার টাকা। আটক স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার