পরিবেশ রক্ষায় মগড়া নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ এবং মোক্তাপাড়া ব্রিজ সংলগ্ন সড়ক ও বর্জ দ্রুত অপসারণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে সেচ্ছাসেবক সংগঠন জনউদ্যোগ।
সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর সভার মোড়ে মেইন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সচেতন নাগরিক, সাংবাদিক, পরিবশ রক্ষা কমিটিসহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, সংগঠনের আহবায়ক কামরুজ্জামন চৌধুরী, শ্যামলেন্দু পাল, সাংস্কৃতিক কর্মী জিয়াউর রহমান খোকন, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ বৈচিত্র রক্ষা কমিটির সদস্য সচিব আলপনা বেগম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সুভাস দত্ত, কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিজ নির্মান কাজ শেষ হলেও বিকল্প সড়কে ব্যবহৃত মাটি অপসারণ হয়নি এখনো। যে কারণে নাব্যতা সংকটে পড়েছে এক সময়ের খরস্রোতা নেত্রকোনার মগড়া নদী। তাই নদীর গতিপথ ঠিক রাখতে বর্ষার আগেই মাটি ও পাথরের স্তোপ অপসারণের দাবি স্থানীয়দের। এক বছরের কাজ তিন বছরে সমাপ্ত হলেও বিকল্প সড়কে ব্যবহৃত মাটি ও পাথরের স্তোপ অপসারণ হয়নি এখনো। এর জন্য আলাদা টাকা ধরা থাকলেও তালবাহানা করে টাকা মেরে দেয়ার পায়তারা করছে বলেও জানান মানববন্ধনকারী।
অপরদিকে সওজের ফেলে যাওয়া নদীর দু'পাড়ে মাটির স্তোপে এক শ্রেণির মানুষেরা ময়লা আবর্জনা ফেলে দূষিত করছে পরিবেশ।
এ ব্যাপারে জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার মাটি ও নির্মান সামগ্রী অপসারণ না করার জন্য এসকেভেটর না থাকাসহ নানান যুক্তি উল্লেখ করেন। এক পর্যায়ে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ