বিএসটিআই'র অনুমোদন ছাড়া পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
আজ সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিরামপুর পৌর শহরের কৃষ্ঠচাঁদপুর এলাকায় মাহাবুর রহমান নামের এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে বিএসটিআই'র অনুমোদন ছাড়া পণ্য তৈরি এবং বাজারজাত করছিল-এমন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেই বাড়ি থেকে বিভিন্ন প্রকারের অনুমোদনহীন ১৬ বস্তা কাপড় কাঁচার পাউডার উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদলত ২০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার