পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ১৬৫ জন স্বেচ্ছাসেবকদের মাঝে রেইন কোর্ট, লাইফ জ্যাকেট, হেলমেট, গামবুট ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের ১১টি ইউনিটে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সিপিপি’র টিম লিডার মো. মোতালেব হাওলাদার, উপজেলা সিপিপি সহকারি পরিচালক মো.আছাদুজ জামান খান, মহিপুর ইউনিয়ান সিপিপি টিম লিডার মো. জাহিদুল ইসলাম সেলিম, সহকারি টিম লিডার মো. নুর ইসলাম আকন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা