ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসের প্রথম প্রহরে দিনাজপুর শহর আওয়ামী লীগ, শহর ও কোতয়ালী মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ ছাড়া দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুর নেতৃত্বে সহ-সভাপতি রায়হান কবীর সোহাগ, সত্য ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এড, শামীম আলম সরকার বাবুসহ শহর আওয়ামী লীগ।
এ ছাড়া জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, প্রদর্শক পরিমল চক্রবর্তী তপনসহ শিক্ষকবৃন্দ।
শহর ও কোতয়ালী মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন আরা জোস্না, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রানী সরকার, শহর মহিলা লীগের আহ্বায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ছবি সিনহা প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন