নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জয়নাল আবেদনী বাবু নামে এক ইটভাটা ম্যানেজারকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন