নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিদ্রোহী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে চেয়ারম্যান প্রার্থীর দুজন দেহরক্ষীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দাই বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নৌকার সমর্থনে চেয়ারম্যান প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী চান্দাই এলাকায় গণসংযোগে যান। এ সময় তার সঙ্গে নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি ও সদর উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুমসহ জেলা আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা তাদেরকে প্রচারণায় বাধা দেয়। তারপরও তারা প্রচারণা অব্যাহত রাখলে তারা লাঠিসোটা নিয়ে নৌকার কর্মীদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দুই দেহরক্ষী বনপাড়ার তৌহিদুল ইসলাম উল্লাস (৩২) ও মহিষভাঙ্গা গ্রামের দেওয়ান মিঠুকে (৩০) গুরুতর অবস্থায় বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার এসআই আহসান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু জানান, নির্বাচনে ভরাডুবি জেনে নৌকা সমর্থক নিজেই আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। চান্দাই বাজারে তার ওপরে কোনো হামলার ঘটনা ঘটেনি ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন