ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে। তার নাম লিয়াকত হোসেন (৩১)। চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা।
লিয়াকত চাকরি প্রত্যাশীদের কাছে ফোন করে বলতো, চাকরি দেওয়া তার কাছে হাতের ময়লার সমান এবং মামুলি ব্যাপার। কেউ সরল বিশ্বাসে তার সাথে যোগাযোগ করলেই মোটা অংকের টাকা হাতিয়ে নিতো চাকরি দেওয়ার কথা বলে। ইতোমধ্যেই এ প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলার বোয়ালমারী উপজেলার ফেলান নগর এলাকায় গত রবিবার রাতে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় অভিযুক্ত লিয়াকতকে। তার হেফাজতে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ভুয়া চাকরির নিয়োগপত্র, ভুয়া সিল ও স্ট্যাম্প, চাকরি প্রত্যাশীদের বিপুল পরিমান আবেদনপত্র জব্দ করা হয়।
র্যাব জানায়, লিয়াকতের নেতৃত্ব একটি চক্র দীর্ঘদিন ধরে পুলিশ অফিসার, সেনা কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার ভুয়া ভাইভা বোর্ড বসিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।
এ বিষয়ে র্যাবের কাছে লিখিত অভিযোগ জমা হলে র্যাব যাচাই বাছাই করে অভিযান চালিয়ে লিয়াকতকে আটক করে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় প্রতারণার মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ