মেঘনা নদীর বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বালু এবং পাথর বোঝাই ৬টি বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার বিকেলে ঝড়ে বাল্কগুলো ডুবে যায় বলে দুই নৌ-থানার পুলিশ জানিয়েছেন।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক এনামুল হক জানান, মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের মল্লিকপুর এলাকায় বিকেলে পাঁচটি বাল্কহেড ডুবে গেছে। এসব বাল্কহেডে বালি ও পাথর বোঝাই ছিলো। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। কালকের মধ্যে শুরু করা হবে। বাল্কহেড ডুবে গেলেও কোন নাবিকের কিছু হয়নি। তারা তীরে আসতে পেরেছে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, মেঘনা নদীর আলীগঞ্জ ও ধুলখোলার মাঝখানে বালু নিয়ে ভোলাগামী একটি বাল্কহেড ডুবে গেছে। ভাটার সময় বাল্কহেড দেখা যায়। জোয়ারের সময় পানির নিচে রয়েছে। বাল্কহেডটি উদ্ধারের জন্য লোকজন আসছে। ঘটনাস্থলে তাদের পুলিশ রয়েছে।
বিডি প্রতিদিন/এএ