পয়লা বৈশাখ উপলক্ষে নোয়াখালীতে নানান ব্যতিক্রমী আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে। রবিবার নববর্ষ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও এলজিইডি নোয়াখালী’র উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি প্রদর্শন, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিল্পকলা ও পৌরপার্কে বৈশাখী উৎসব পালিত হচ্ছে।
এসময় স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, এলজিইডি’র সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী এম এ ছাত্তার, সিনিয়র প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুর রহমান জাবেদ, কামাল উদ্দিন, কাজী মো. গিয়াস উদ্দিন, মো. মোকছেদ হাসান সহ কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে।
এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ সহ রাজনৈতিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। পরে পান্তা ইলিশ, মুড়ি-খই-ছিড়া ও দধি খাওয়ানো হয় সর্বস্তরের মানুষকে। পরে শিল্পকলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি জেলা স্কুল, বালিকা বিদ্যালয়, রেড ক্রিসেন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন