গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সাবেক চেয়ারম্যানের ছেলেকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। নিহত শামচুল আলম মানু কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন মিয়ার ছেলে।
বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে কাশিয়ানী গ্রামে। পুলিশ খুনের অভিযোগে এইচ এম মাসুদুর রহমার সোহাগ নামের এক জনকে গ্রেফতার করেছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের অভিযোগে মানু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন