বঙ্গোপসাগরে জেলেদের ওপর বাড়তি ৬৫ দিনের অবরোধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতিসহ স্থানীয় জেলেরা।
বুধবার সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কযার চত্বরে মানববন্ধনে অংশ নেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, জেলে সহ মৎস্য ব্যবসার সাথে জড়িত কয়েক হাজার মানুষ।
মানববন্ধন শেষে সকল মৎস্যজীবীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, অ্যাড. আবদুর রহমান জুয়েল, রোকনুজ্জামান রুকু, ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ, আবুল হোসেন ফরাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা, জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা থাকার পরেও সরকার ট্রলিং জাহাজের সাথে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার কারণে পথে বসে যাবে হাজার হাজার জেলে ও ট্রলার মালিক এবং আড়তদাররা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর