ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকালে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে তারা মানববন্ধন করে। এসময় তারা নুসরাত হত্যার মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সকল আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর ১০ এপ্রিল রাতে মারা যান। পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম