ময়মনসিংহের ভালুকায় পুকুর খনন করতে গিয়ে ২৬ কেজি ওজনের একটি মূলবান পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন।
রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছ গ্রাম এলাকায় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা যায়, পুকুরটি সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে খনন কাজ চলছে। পুকুর খননকালে শ্রমিকরা একটি পাথরের মূর্তি দেখতে পায়। পরে আব্দুর রহমান নামের এক শ্রমিক তা উদ্ধার করে পুকুরের পশ্চিম তীরে রেখে দেয়। এসময় এলাকার উৎসুক জনতা মূর্তিটি ঘিরে রেখে। সনাতন ধর্মাবলম্বীদের মূর্তিটি ঘিরে পূজা করতেও দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা জানান, পরীক্ষা নিরীক্ষাবিহীন কিছু বলা যাচ্ছে না। মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন