২৩ এপ্রিল, ২০১৯ ১৬:৩৫

নাটোরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাটোর প্রতিনিধি:

নাটোরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুরে ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৪ লাখ ৫৫ হাজার টাকার সার ও উফসী ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অফিস চত্বরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে কৃষকের মাঝে ওই সার ও বীজ বিতরণ করেন। 

জানা যায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উফশী আউস ধান চাষে কৃষকদের সহায়তার লক্ষ্যে মাথা পিছু ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর