নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯ এর জোন পর্যায়ের কর্ণফুলী জোন এর খেলার উদ্বোধনী করা হয়েছে।
শহীদ ভুলু স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তন্ময় দাস এবং জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।
কর্ণফুলী জোন এর খেলায় নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা ও রঙ্গামাটি জেলাসহ মোট ৮টি জেলা অংশ গ্রহন করছে।
উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলার মুখোমুখি হয় বান্দরবান জেলা। খেলায় ২৪-৩০ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে হারিয়ে বান্দরবান জেলা সেমিফাইনাল খেলা নিশ্চিত করলো। আগামী ২৭ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা