এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গতবছর ছিল ৮৬ দশমিক ৭ শতাংশ। বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৪৯৮ জন। এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আনোয়ারুল হক প্রামাণিক জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে দুই হাজার ৬৪৬টি স্কুল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীায় অংশ নেয়। ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে গতবারের চেয়ে এবার বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার মাত্র ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
তবে গতবারের চেয়ে এবার শতভাগ পাসের স্কুলের সংখ্যা বেড়েছে। গতবার শতভাগ পাসের স্কুল ছিল ২০৬টি। এবার সেটি বেড়ে হয়েছে ৪৩১টি।
বিডি প্রতিদিন/ফারজানা