লক্ষ্মীপুরে মুজাহিদুল ইসলাম নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিরীহ এক পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে।
সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদের ইমামকে হত্যার চেষ্টা মামলা থেকে বাঁচতে পাল্টা মামলা করে ওই পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সোমবার সকালে এ ঘটনার প্রতিবাদে ও প্রতিকার চেয়ে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত মুজাহিদ লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জানুয়ারি জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ফেনীতে চাকরিরত মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম লক্ষ্মীপুর সদর উপজেলার কালিরচর গ্রামের ওসমান গনি ও তার বাবা মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিরত মুজাহিদ, তার ভাই মাহমুদ ও বাবা শাহ আলম। এ ঘটনায় পরদিন তাদেরকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন ওসমান।
পরে সদর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে গত ১৬ ফেব্রুয়ারি ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।
এদিকে ওই ঘটনাকে ধামাচাপা দিতে সাড়ে ৩ মাস পর গত ২৯ এপ্রিল কল্পকাহিনী সাজিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা মামলা করেন মুজাহিদের বাবা শাহ আলম। এতে ওই মামলার বাদী ওসমান ও সাক্ষীদের আসামি করা হয়। মামলায় ১ নম্বর সাক্ষী রাখা হয় আগের মামলায় প্রধান অভিযুক্ত সরকারি কর্মচারী মুজাহিদকে।
বিডি প্রতিদিন/কালাম