ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজছাত্রীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে যুবক। আজ সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রী সদর উপজেলার নরসিংহসার আলহাজ্ব নূরুন্নাহার কলেজের দ্বাদশ ব্যবসা শাখার শিক্ষার্থী ও পার্শ্ববর্তী পয়াগ গ্রামের কৃষকের কন্যা। এ ঘটনায় কালিসীমা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আকাশকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে কলেজ অধ্যক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী জানান, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আকাশ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে মুখ খুললে তাকে ও তার পরিবারের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দেয় আকাশ। এমনকি তার সহপাঠিদের সাথে কথা বললেও আকাশ তাদের শাসায়। গত কিছুদিন পূর্বেও আকাশ ওই ছাত্রীকে দুটো চড় মারে।
সোমবার সকালে আকাশ ওই ছাত্রীকে তার সাথে আলাদা দেখা করার কথা বললে সে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ তাকে এলোপাথাড়ি চড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তার ডান কান দিয়ে রক্ত বেরোতে থাকলে আকাশ এলাকা ছাড়ে। এ খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ পার্শ্ববর্তী বোর্ড বাজার থেকে আকাশকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি কলেজে ঢোকার সময় ছাত্রীকে মারধরের কথা শুনে বাজারে গিয়ে আকাশকে পেয়ে যাই। তাকে তখন ধরে এনে পুলিশে খবর দিয়ে সোপর্দ করি। আমরা চাই বখাটে এই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. জিয়াউল হক জানান, এক ছাত্রীকে পেটানোর অভিযোগে এলাকাবাসী আটক করে আকাশকে পুলিশে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
বিডি প্রতিদিন/হিমেল