নারীদের স্বাবলম্বী করতে টিআরের (টেস্ট রিলিফ) টাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ১৮০ জন নারীর হাতে সংসদ সদস্য তানভীর ইমাম এ সেলাই মেশিন তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও পৌর মেয়র নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআও) মাহবুবুর রহমান ভুইয়া জানান, দেশে দরিদ্র মানুষ থাকবে না- সবাই স্বাবলম্বী হবে- সরকারের এমন মহৎ উদ্দেশ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে টিআরের টাকায় গ্রামের কর্মহীন-দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এর আগে টিআরের অর্থ দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ, দরিদ্রদের ঘর নির্মাণ, রিকশা বিতরণ ও দোকান ঘর নির্মাণসহ ভিক্ষুকদের বিভিন্ন সহায়তা দিয়ে পুনর্বাসন করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা