আগামী বাজেটে নিম্নমানের গুড়া দুধের উপর আমদানি শুল্ক বৃদ্ধি ও এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করাসহ ১০ দফা দাবিতে দিনাজপুরে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন মানববন্ধন পালন করেছে।
সোমবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন দিনাজপুর শাখার আয়োজনে এ মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন দিনাজপুর শাখার প্রেসিডেন্ট শেখ নাসিম আলী কচি, সেক্রেটারি জেনারেল শ্যামল কুমার ঘোষ, কোষাধ্যক্ষ ও মো. তুহিন আকতার, সদস্য শামসুল আলম রাজিবসহ প্রমুখ। মানববন্ধনে অবিলম্বে ১০ দফা দাবি মেনে নেয়োর আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার