ইটভাটার আগুনে ধান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ ও ফসলী জমি থেকে ইটভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার বেলা আড়াইটার সময় মানিকগঞ্জ সদর উপজেলার ৫ গ্রামের কৃষক মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন কমরেড আজাহারুল ইসলাম, কমরেড আরশেদ আলী মাষ্টার, মোস্তাফিজুর রহমান বিশ্বাস মিলনসহ অনেকে।
বক্তারা বলেন, ইটভাটার আগুনের তাপে শুকিয়ে মরে গেছে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ও বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ৫টি গ্রামের জমির ধান। কৃষি জমি থেকে মাটি কাটার কারণেও তাদের আবাদী জমি নষ্ট হচ্ছে। ইটভাটার আগুনের তাপে জমির ধান মরে যাওয়ায় কৃষকরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। তারা এর ক্ষতিপূরুণ চায়।
গোকুলনগর গ্রামের কৃষক আলী আকবর জানান, দীর্ঘদিন ধরে তারা ফসলী জমি থেকে ইটভাটা অপসারণের কথা বলে আসছেন। কিন্তু তাতে লাভ হয়নি। তারা অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণ এবং আবাদী জমি থেকে ইটভাটা অপসারণের জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, তিনি অভিযোগ পাওয়ার পর মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
বিডি প্রতিদিন/হিমেল