বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠির ব্রাদার্স ক্লাবে মাদক বিক্রি ও জুয়ার আসরে বাধা দেওয়ায় মাহবুবুল আলম শিমুল নামে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।
গত রবিবার রাতে সন্ত্রাসী হামলায় শিমুলের খাদ্যনালী ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিমুল ক্ষুদ্রকাঠি এলাকার মৃত মো. মাহফুজুর রহমানের ছেলে এবং মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজের লাইব্রেরিয়ান।
শিমুলের ছোট ভাই সাদিকুর রহমান শাওন জানান, বড় ভাই শিমুল ব্রাদার্স ক্লাবের সদস্য। কলেজ থেকে ফিরে সন্ধ্যার পর ক্লাবে সময় কাটাতেন। মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত কবির খান, রাজন সিকদার ও স্বপন সিকদার ব্রাদার্স ক্লাবে জুয়ার আসর ও মাদক বিক্রি করতে চায়। এতে তিনি বাধা দেন। এমনকি পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে গত বৃহস্পতিবার শিমুলের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়।
এর জের ধরে গত রবিবার রাতে বাবুগঞ্জের ব্রিজ এলাকায় শিমুলের ওপর কবির, রাজন ও স্বপনে নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও রড দিয়ে কুপিয়ে-পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শের-ই বাংলা মেডিকেলের মেডিকেলের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে শিমুলের খাদ্যনালী কেটে গেছে। এমনকি ফুসফুসও আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
বরিশাল নগরীর বিমান বন্দর থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতের স্বজনদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন