জামালপুরের ইসলামপুর উপজেলায় ইজিবাইক খাদে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পাঁচবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুনু মোল্লাহ (৬০) ইসলামপুর উপজেলার পচাবহলা ফকিরপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে নুনু মোল্লাহ পবাচহলা থেকে নিজের জামাতা মো. এরশাদ আলীর ব্যাটারি চালিত ইজিবাইকে ইসলামপুর শহরে যাচ্ছিলো। পাঁচবাড়িয়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে নুনু মোল্লাহ চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ইজিবাইকের চালক এরশাদ আলী নিহত নুনু মোল্লাহর মেয়ের জামাতা হওয়ায় এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব