বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণকালে লিয়াকত ফকির নামে এক যুবককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লিয়াকতকে হাতেনাতে ধরার পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করলে বিচারক লিয়াকতকে কারাগারে পাঠান। গ্রেফতারকৃত লিয়াকত ফকির ওই উপজেলার চন্দ্রহার গ্রামের মৃত গনি ফকিরের ছেলে। এদিকে বুধবার দুপুরে ধর্ষিতা প্রতিবন্ধীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, প্রতিবেশী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লিয়াকত ধর্ষণকালে এলাকার লোকজন তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/শফিক