২১ মে, ২০১৯ ১৭:২৩

কৃষকের ধান ক্রয়সহ ৬ দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

কৃষকের ধান ক্রয়সহ ৬ দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুরের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না দেয়ার কারণে কৃষক আজ ক্ষতিগ্রস্থ হতে বসেছে। একদিকে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে বাজারে চালের মূল্য কমছে এবং কৃষক সুষ্ঠু ধানের মূল্য পাচ্ছে না।  দেশের শীর্ষ ব্যবসায়ীরা বিদেশের বাজার হতে অবিরাম চাল আমদানি করায় মিলাররা কৃষকের নিকট হতে আর ধান ক্রয় করছে না, ফলে শুরু হয়েছে সংকট। এই সংকট মোকাবেলায় সরকারের এখনো কোন পদক্ষেপ গ্রহণ না করায় দেশের সাধারণ কৃষক রয়েছে চরম বিপদে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর