২৬ মে, ২০১৯ ১৮:২২

বগুড়ায় কৃষকের ধান কিনছে খাদ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় কৃষকের ধান কিনছে খাদ্য বিভাগ

বগুড়ায় ধানের ন্যায্য দাম দিতে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছে খাদ্য বিভাগ। উপযুক্ত দাম পেয়ে এসব কৃষক খুশি। প্রতিটি কৃষকের বাড়ি গিয়ে ধান কেনার দাবি জানিয়েছেন ধান চাষিরা। 

বগুড়া খাদ্য বিভাগ জানায়, জেলায় কৃষকের নিকট থেকে সরাসরি সাড়ে ৫ হাজার মেট্রিক টন ধান কেনা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৬ টাকা। ইতোমধ্যে কৃষি বিভাগের উপ-সহকারি কর্মকর্তারা কৃষকের তালিকা তৈরি করে খাদ্য বিভাগে জমা দিয়েছে। ওই তালিকা জেলা খাদ্য বিভাগ প্রতিটি খাদ্য গুদাম কর্মকর্তাদের নিকট পাঠাচ্ছে। প্রতি কৃষকের নিকট থেকে এক মেট্রিক ধান কেনা হচ্ছে। 
এরই অংশ হিসেবে গতকাল বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া গ্রামে যান  জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন। তারা সেখানে কৃষকের উঠানে বসে তিন জন কৃষকের নিকট থেকে তিন মেট্রিক টন ধান ক্রয় করেন। এতে কৃষকরা খুশী। তারা এমনভাবে প্রতিটি কৃষকের নিকট থেকে ন্যায্য দামে ধান কেনার দাবী করেছেন। 

বগুড়া সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  আশরাফুল আরেফিন জানান, বগুড়া সদর গুদামে প্রায় ২শ মেট্রিক টন ধান কেনা হবে। এ পর্যন্ত ১৭ মেট্রিক টন ধান কেনা হয়েছে। তিনি জানান, কৃষক গুদামে ধান বিক্রি করতে দিন দিন আগ্রহী হচ্ছেন। কৃষকের তালিকা হাতে পেলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। এছাড়া এ গুদামে ২ হাজার ৭০০ মেট্রিক টন চাল কেনা হবে মিল মালিকদের নিকট থেকে। ইতোমধ্যে ৩৬ টাকা কেজি দরে  ১ হাজার টন কেনা হয়েছে। আবহাওয়া প্রতিকুলে থাকার কারণে চাল তৈরিতে সমস্যা হচ্ছে। তাই চাল সংগ্রহ ধীরে হচ্ছে। গত ১৫ মে খাদ্যমন্ত্রী এ গুদামে জেলায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর