২৬ মে, ২০১৯ ১৯:১২

ডিমলায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

নীলফামারী প্রতিনিধি :

ডিমলায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

ডিমলায় ধান সংগ্রহ

নীলফামরীর ডিমলায় চলতি বোরো মৌসুমে ডিমলা খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাট বসুনিয়া পাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র কৃষক সিরাজুল ইসলামের বাড়িতে ৪৮০ কেজি বোরো ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাজ্জল হোসেনের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, বিশেষ অতিধি উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা খাদ্য পরির্দশক ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

এবার ডিমলা উপজেলায় সরকারিভাবে ৪১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রান্তিক কৃষকদের কাজ থেকে সরাসরি মন প্রতি ১০৪০ টাকা বা কেজি প্রতি ২৬ টাকা দরে ধান সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাজ্জল হোসেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর