১৯ জুন, ২০১৯ ০২:২৩

যশোরে গণপিটুনীতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গণপিটুনীতে যুবক নিহত

প্রতীকী ছবি

যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনীতে সানি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুই যুবক। গণপিটুনীতে হতাহতদের সবার বাড়ি শহরের শংকরপুর এলাকায়। 

মঙ্গলবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর নয়ন নামে এক যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়। তবে আহত আনন্দ (২৩) নামের অপর যুবককে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আটক করেছে। 

পুলিশ জানায়, নয়ন ও তার সঙ্গিরা রাত ৯টার দিকে শংকরপুর বাস টার্মিনালের সামনে অবস্থান করছিল। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমায় নয়নের পা জখম হলে তার সঙ্গীরা ধাওয়া দিয়ে আনন্দ ও সানি নামে দুই বোমা হামলাকারীকে ধরে ফেলে। তারা আনন্দকে ছুরিকাঘাত করে এবং সানিকে পিটিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পথে সানি মারা যান। 

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, নিহত সানির বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা আছে। বোমার আহত নয়নের বিরুদ্ধেও এক ডজনেরও বেশি মামলা রয়েছে।


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর