বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রবিবার সকালে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর বাস ভবনের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, পিপি পলব ভট্টাচায্য, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন