গাজীপুরের টঙ্গীতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাত দশটার দিকে টঙ্গীর পাগাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতার নাম খালিদ সাইফুল্লাহ সেলিম(৪৪)। তিনি গাজীপুর মহানগরীর ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সদস্য ছিলেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীর আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার বিকেলে খালিদ সাইফুল্লাহ সেলিমকে আদালতে পাঠানোর কথা রয়েছে। তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে টঙ্গীতে পরিচিত পেয়েছিলেন।
এব্যাপারে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. ওহিদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাজীপুরের গাছা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ