চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২০ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে প্রথমে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. শহিদুল ইসলামকেগ্রেফতার করা হয়।
এরপর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকা থেকে ফেনী সদর থানার ধর্ষণ ও অপহরণ মামলার আসামি রুকসানা পারভীন লিনাকে (৩৫) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ১৫ মিনিটে ফেনীর ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকা থেকে একই মামলার ২ নম্বর আসামি শাহাদাৎ হোসেন ওরফে মিন্টু মেম্বারকে (৭৩) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ