আগামীকাল সোমবার (২৪ জুন) বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ভোটগ্রহণ করার সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।
রবিবার ভোট গ্রহণের জন্য ইভিএমসহ আনুষাঙ্গিক সকল প্রয়োজনীয় জিনিসপত্র ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।
এদিকে ইভিএম এ ভোট প্রদানের জন্য তরুণ প্রজন্মের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবারই প্রথম ইভিএম এ ভোট প্রদান করতে যাচ্ছে বগুড়া (৬) সদরের ভোটরগণ। এদিকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বগুড়া-৬ আসনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম টি জামান নিকেতা নৌকা), জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ডক্টর মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক) ও মালয়েশিয়া প্রবাসী মিনহাজ মন্ডল (আপেল)।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিঠু সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালটে তার নাম থাকছেই।
বগুড়া জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এর মধ্যে ২০টি ওয়ার্ড (একটি ওয়ার্ড বগুড়া-৭ আসনের শাজাহানপুর উপজেলার আওতাভুক্ত) এবং সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে বর্তমানে ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৬৮ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭৯০জন।
ভোটারগণ ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১ টি কেন্দ্রের ৯৬৫টি কক্ষে ইভিএমে ভোট দিবেন।
রিটার্নিং অফিসার বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানিয়েছেন, বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দঘন পরিবেশে। ইভিএম এ ভোট প্রদানে তরুণ প্রজন্ম বেশ আগ্রহ দেখিয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রথমবার এই আসনের ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, র্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন