দিনাজপুরের বিরলে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল বারী নামে একজনকে হত্যা মামলায় সহোদর জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ওই মামলায় অভিযুক্ত আরো ৫জন নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রত্যেক আসামিকে সাজার পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন, দিনাজপুরের বিরল উপজেলা রতনৌর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলাম।
এ মামলায় তাদের আরও দুই ভাই আব্দুর রাজ্জাক, মোহবুর রহমান এবং ৫ নারীসহ মোট ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০০৪ সালের ২৯ অক্টোবর দিনাজপুরে বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমির মালিকানা বিরোধে দুইপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে দুই ভাই আব্দুল কাফী ও আব্দুল বারী এবং বোন মাহফুজা বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার (একদিন পরে ৩০ অক্টোবর ২০০৪) পরদিন চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুল বারী। ভাই হত্যার ঘটনায় ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা কার্যক্রমে ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত উক্ত রায় প্রদান করেন।
কোর্ট ইন্সপেক্টর ইসরাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার ২জন আসামি পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন