ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হেলালকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম পীরগঞ্জ থানার এসআই হেলালের বাড়িতে অভিযানে যায়। এ সময় প্রায় ৮ হাজার ইয়াবাসহ হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে গ্রেফতার করেন। এ ঘটনার পর রাণীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান এখনও চলমান। তাদের তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধার হতে পারে বলেও জানান তিনি।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রহমান জানান, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইয়ের সাথে আর কেউ জড়িত আছে কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৯/মাহবুব