১৮ জুলাই, ২০১৯ ১৮:০৩

নাচোলে দেড় শতাধিক পরিবার পানিবন্দী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাচোলে দেড় শতাধিক পরিবার পানিবন্দী

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃষ্টির পানি জমে প্রায় দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই নাচোলের ফতেহপুর বাগানপাড়ায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে।

জলাবদ্ধতা নিরসনের লক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪ মাস আগে বাগানপাড়া সুধীর চৌকিদারের বাড়ির পাশ থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু বরাদ্দকৃত টাকার পরিমাণ কম হওয়ায় এবং বিভিন্ন জটিলতার কারণে ড্রেন নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায়। এদিকে ড্রেনের শেষ প্রান্তে বেশ কয়েকজন ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করলে পানি নিষ্কাশন একেবারে বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পানিতে ওই এলাকার মানুষ প্রায় ১৫ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন। এতে করে এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল হক হজ পালনে সোদি আরবে অবস্থান করায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তবে প্যানেল 

চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর