২৩ আগস্ট, ২০১৯ ১৭:৩০

গোপালগঞ্জে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কালীবাড়ীসহ বিভিন্ন সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে।

শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে শেষ হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে শোভাযাত্রা বের করে।

জন্মাষ্টমী উপলক্ষে ছোট ছোট শিশুদের শ্রীকৃষ্ণের সাজে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে উপজেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা ও পূজা আর্চনা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর