কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জব্রীজ সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবির উদ্দিন জানান, হার্ডিঞ্জব্রীজ সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ