বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরোধে হাবিল (৪৫) নামের এক সন্ত্রাসীর পা কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হাবিলকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত হাবিল চান্দুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদকের এবং তিনটি মারধরের মামলা।
বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা গেছে, হাবিল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও সন্ত্রাসী। এসব নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে হাবিল ও তার সহযোগীরা চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ ঝাড়ে মাদক সেবন করছিল। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলার সময় হাবিলের সহযোগীরা পালিয়ে গেলেও প্রতিপক্ষ সন্ত্রাসীরা হাবিলকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে। তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার (ওসি) অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, হাবিল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার পা কেটে নিয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ