জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা দিয়ে বলেছেন, কিশোরগঞ্জের উন্নয়নে যা যা দরকার সবই করা হবে। এ জন্যে সকল মন্ত্রণালয়ের সাথে কথা বলব।
আজ শুক্রবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কিশোরগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হাওরে মাছের অভয়ারণ্য তৈরিসহ হাওরের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, সরকারি আইনজীবী (জিপি) বিজয় শংকর রায়, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ