গর্ভবতী মহিলাদেরকে সরকারী ভাতার পাশাপাশি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ এর ব্যবস্থা করলে গ্রামীন জনপদের নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠবে। এসএমই লোনের প্রবাহ বাড়ালে দেশের আর্থ সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।
নোয়াখালীতে জনতা ব্যাংক এর বিভাগীয় (নোয়াখালী,ফেনী,চাঁদপুর) সম্মেলনে জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন এফসিএ শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সদর উপজেলা মিলনায়তনে শুক্রবার দুপুরে নোয়াখালী বিভাগীয় কার্যালয় মহাব্যবস্থাপক মো শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নোয়াখালী, ফেনী, চাঁদপুর এর ৫৬ জন শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধানগন উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এবং এমপিমো আব্দুছ ছালাম আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকমো জিকরুল হক, চীফ ফিনান্সিয়াল অফিসার একেএম শরীয়ত উল্যা ও কোম্পানী সেক্রেটারী ও মহাব্যবস্থাপক হোসেইন ইয়াহইয়াচৌধুরী।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ