‘হয় কাজ দাও, নয় ব্যাটারি চালিত রিকশা চালিয়ে বাঁচতে দাও’ শ্লোগানে বরিশালে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে কয়েকশ’ রিকশা শ্রমিক। ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি, মহানগর রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ব্যানারে আজ শুক্রবার সকাল ১১টায় এ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর ফকিরবাড়ি রোডের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয় চত্বর থেকে শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়। পরে জেলা ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সদর রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটি উপদেষ্টা ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাবুল তালুকদার, মহসিন মীর, জাহাঙ্গীর হোসেন দিদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক