নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে একটি চায়ের কাপের মালিকানা নিয়ে দুই চা দোকানদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গাংচিল বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন আবুল বাসারের ছেলে চা দোকানদার আলমগীর হোসেন (২৮), তার ভাই সেলিম (২০), আলা উদ্দিন (৩০), চরএলাহী ইউনিয়নের মহিলা মেম্বার মায়াধনীর স্বামী মো: ইউছুফ (২৩), তার ভাই আক্তার (৩২) ও সুমন (২০)।
ছুরিকাঘাতে আহত আলমগীরকে আশংকা জনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে কোম্পানীগঞ্জে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় গাংচিল বাজারের চা দোকানদার ইউছুফ ও আলমগীরের মধ্যে একটি চায়ের কাপের মালিকানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষে ঘটনা ঘটে। এসময় সেলিমের বড় ভাই আলা উদ্দিন ইউছুপকে লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরপরই ইউছুফ ছুরি নিয়ে এসে আলমগীরকে হাতে ও পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আলমগীরকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়ে। অপরদিকে আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আজিম জানান, আলমগীর নামে একজন ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ