নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তিনটি ইউনিয়ন লেঙ্গুরা, রংছাতি ও খারনৈ। এই তিন ইউনিয়নের বেশ কিছু গ্রাম একদম ভারতের কিছু গ্রামের সঙ্গে ঘেষা। ফলে অবাধে এই সকল সীমান্ত দিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন মাদক আসছে বাংলাদেশে।
আর এসকল মাদক, চোরাচালান বন্ধে সচেতনার লক্ষ্যে সীমান্ত এলাকার সকল শ্রেণি পেশার মানুষ নিয়ে মাদক বিরোধী সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গ্রামবাসী, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আদিবাসিসহ সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী ক্ষুদে শিশুদের পরিবেশনয়ায় বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক সহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ