খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কুমারী বড়টিলা এলাকাড টয়লেটের সেফটিক ট্যাংক স্লাব ভেঙে মো. ইমরান হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ইমরান বড়টিলা আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও একই এলাকার শাহ আলমের ছেলে।
জানা গেছে, শুক্রবার মানিকছড়ি উপজেলার কুমারী এলাকার বড়টিলা মো: ইমরান হোসেন বাবু (১১) প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে গিয়ে টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তার মামা আল-আমিন তাকে উদ্ধার করতে গিয়ে সেও জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে বাড়ির অন্যদের আত্মচিৎকারে প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করে। আহত মো: আল-আমিনকে তাৎক্ষণিক অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়। মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল