বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাঠাদুরা গ্রামের মফিজ মোল্লার গুদাম থেকে অভিযান চালিয়ে ১৫ মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযানকালে চাল পরিবহনে ব্যবহৃত ট্রাকের মালিককে আটক করা হয়েছে। তবে খাদ্য গুদাম মালিক মফিজ মোল্লা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
খুলনা র্যাব- ৬ এর কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে খাদ্য গুদাম মালিক মফিজ মোল্লা সুনামগঞ্জ থেকে ১৫ মেট্রিক টন ভিজিএফ চাল অবৈধভাবে সংগ্রহ করে মোল্লাহাটের কাঠাদুরা গ্রামে নিয়ে আসে। এরপর তারা খাদ্য গুদামে বসে গোপনে সরকারি চালের চটের ৩০ কেজির বস্তা বদল করে ৫০ কেজির নুরজাহান নামক প্লাস্টিক বস্তায় ভরছে বলে র্যাব খবর পেয়ে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে খাদ্য গুদাম মালিক মফিজ মোল্লা কৌশলে পালিয়ে যায়। তবে চাল পরিবহনে ব্যবহৃত ট্রাকের মালিককে আটক করা হয়েছে। মামলা দিয়ে উদ্ধারকৃত চাল রাতেই মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক