দিনাজপুরের হাকিমপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ইমন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু ইসরাফিল আলম নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে হাকিমপুরের নওপাড়া পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন (১৬) হাকিমপুরের মুহারাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আর আহত ইসরাফিল আলম (১৫) একই এলাকার তনছের হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ইমন তার বন্ধু ইসরাফিলকে নিয়ে মোটরসাইকেলে করে হাকিমপুরের হিলির সাতকুড়ি রেলগেট এলাকা থেকে বাড়ি ফিরছিল। পথে নওপাড়াস্থ পৌরসভা মোড়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইমন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ইমন ও ইসরাফিলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ইমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আর ইসরাফিল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাকিমপুর থানার এসআই সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল