বগুড়ার সোনাতলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। এসময় তিনি ৪শ’ কৃষকের মাঝে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহাদুতজ্জামান, বগুড়া জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক