বরিশাল নগরীর গোরস্থান রোডে এক ওয়ার্ড কাউন্সিলের ভাড়াটিয়া বাসা থেকে আড়াই হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮টার দিকে কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মণ্ডল নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার মালিকানাধীন ভবনের ৪তলা ভাড়া বাসা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো আসমা আক্তার রুবিনা এবং সুমন মৃধা। এর মধ্যে রুবিনা নগরীর দক্ষিণ আলেকান্দা জুমির খান সড়কের এবং সুমন পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা। সুমন নগরীর খালেদাবাদ কলোনীর ভাড়াটিয়া। কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক